শনিবার, নভেম্বর ২৩

সরকারবিরোধী বিক্ষোভে লেবাননে সংঘর্ষে আহত শতাধিক

0

ডেস্ক রিপোর্ট: সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে আছে লেবানন। বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ও জল কামান নিক্ষেপ করে পুলিশ। বিক্ষোভকারীরাও পাল্টা ইট-পাটকেল ছোড়ে। শনিবার প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগ করার পর দেশটিতে নেতৃত্বের সংকট দেখা দেওয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে বৈরুতে বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা শহরের কেন্দ্রস্থল পার্লামেন্ট স্কয়ারের দিকে আগাতে থাকলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল ও জল কামান নিক্ষেপ করে। এসময় পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেল ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস জানায়, দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে একশজন আহত হয়েছে। এদিকে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ কোনো রকমের বাধা দিলে আরও শক্তভাবে প্রতিহত করা হবে বলে জানায় বিক্ষোভকারীরা।

Share.