ঢাকা অফিস: সরকারি দলের লোকজনকে দুর্নীতির ভাইরাস ঠেকানো মাস্ক পরার পরামর্শ দিয়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। বলেছেন, ‘করোনারভাইরাস ছাড়াও অনেক ভাইরাস ছড়িয়ে পড়েছে। সেই ভাইরাস থেকে বাঁচার জন্য সরকারের লোকজন যারা দল করেন, তাদের উচিত দুর্নীতিবিরোধী একটি ভাইরাস প্রতিরোধকারী মাস্ক পরা।’ মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আজ করোনার ভয়ে আমরা মাস্ক পরে থাকি। কিন্তু যারা সরকারে আছেন তাদের একটা নয় আরও বেশি মাস্ক পরা দরকার। কারণ তারা শুধু কোভিডে নয় আরও অনেক ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে।’ নজরুল বলেন, ‘এদেশে দুর্নীতি-অনাচার আজ করুণ অবস্থায় চলে গেছে। সোশ্যাল মিডিয়ায়তে বলে স্বাস্থ্য অধিদপ্তরের বলে আমরা ডিজি হতে চাই না, আমরা ডিজির ড্রাইভার হতে চাই। এই বিশ্বের তিনজন ধনী ড্রাইভারের মধ্যে বাংলাদেশে একজন আছেন।’ বিএনপি নেতা বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে যেভাবে দুর্নীতি-অনাচার ছড়িয়ে পড়েছে সেই ভাইরাস থেকে বাঁচার জন্য সরকারের লোকজন যারা দল করেন, তাদের উচিত দুর্নীতিবিরোধী একটি ভাইরাস প্রতিরোধকারী মাস্ক পরা।’নারী নির্যাতন মহামারি আকারে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
সরকারি দলকে ‘দুর্নীতিবিরোধী মাস্ক’ পরার পরামর্শ নজরুলের
0
Share.