ঢাকা অফিস: আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সরকারকে পতন করাই বিএনপির এখন প্রধান চ্যালেঞ্জ বলেও জানান তিনি। আজ শনিবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা শেষে মির্জা আব্বাস এ মন্তব্য করেন। এসময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন কমিটির নেতারা উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ করেন, বিএনপির আন্দোলন ব্যর্থ হয়নি। সরকার বিএনপির আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করছে। কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলন যৌক্তিক দাবি করে মির্জা আব্বাস বলেন, কোটা আন্দোলনের পেছনে সরকার ভিন্ন কিছু করছে কিনা শঙ্কা প্রকাশ করেন তিনি। বেগম জিয়া খুব অসুস্থ উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, বেগম জিয়ার মুক্তি, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা ঢাকা মহানগর কমিটি অগ্রণী ভূমিকা রাখবে।
সরকার বিএনপির আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করছে: মির্জা আব্বাস
0
Share.