সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

0

ঢাকা অফিস: সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে বিএসএমএমইউর জনসংযোগ সূত্র। জানা গেছে, করোনার পরীক্ষায় পজিটিভ হয়ে গত মঙ্গলবার বিচারপতি হাসান ফয়েজের স্ত্রী বিএসএমএমইউর ৬১১ নম্বর কেবিনে ভর্তি হন। এরই মাঝে বিচারপতির করোনা পরীক্ষার ফলও পজিটিভ আসে। পরে বুধবার রাতে তিনি বিএসএমএমইউতে ভর্তি হন। তিনি ৬১২ নম্বর কেবিনে আছেন। হাসপাতালে ভর্তি হলেও তাদের কোনো শারীরিক জটিলতা নেই। তারা দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে। দেশে করোনা সংক্রমণ বাড়ায় গত মঙ্গলবার ফের ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনা শুরু করা হতে পারে বলে আভাস দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, চারদিকে করোনার সংক্রমণের যে অবস্থা, তাতে মনে হচ্ছে আবারও ভার্চুয়াল আদালত পরিচালনায় যেতে হবে। তিনি তখন জানান, হাইকোর্ট বিভাগের ১৩ বিচারপতি করোনা আক্রান্ত। এছাড়া আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের অনেক স্টাফ। সেইসঙ্গে নিম্ন আদালতের অনেক বিচারকও করোনায় আক্রান্ত। এদিকে সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারক মিলে আপিল বেঞ্চ পরিচালনা করছেন। গত বছরের ৩০ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হাসান ফয়েজ সিদ্দিকী। এরপর ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে শপথ নেন তিনি।

Share.