রবিবার, নভেম্বর ২৪

সহযোগিতার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইরান

0

ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় সহযোগিতার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইরান। রবিবার রাতে টুইটারে দেওয়া এক পোস্টে নিজ দেশের এমন কৃতজ্ঞতার কথা জানান ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি। টুইটে আব্বাস মুসাভি বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে চীন সাহসিকতা ও পেশাদারিত্বের যে পরিচয় দিয়েছে তা প্রশংসনীয়। গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে এর প্রাদুর্ভাব কমে এলেও আক্রান্ত হতে শুরু করে বিশ্বের আরও বহু দেশ। সম্প্রতি ইরানসহ বেশ কিছু দেশকে করোনা চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করেছে বেইজিং। যদিও চীনে উৎপাদিত এসব সামগ্রীর মান নিয়ে প্রশ্ন উঠায় তা ফিরিয়ে দিয়েছে ইউরোপের একাধিক দেশ। তবে মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইরানের জন্য চীনা সরঞ্জামই ছিল আরাধ্য। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী,চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৬০২। এর মধ্যে তিন হাজার ৩৩৩ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপনের অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনও মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) সন্দেহ প্রকাশ করবে।’ অন্যদিকে ইরানে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ২২৬। এর মধ্যে তিন হাজার ৬০৩ জনের মৃত্যু হয়েছে।

Share.