শুক্রবার, ডিসেম্বর ২৭

সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ধানমন্ডিতে ওবায়দুল কাদেরের বৈঠক

0

ঢাকা অফিস: ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে হঠাৎ করেই বৈঠকে বসেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক করেন তারা। শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় শুরু হওয়া এ বৈঠকে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ অনেকে। এ ছাড়াও বৈঠকে আরও উপস্থিত থাকেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান। এই কার্যালয়ে বিকেলে পরিদর্শনে আসবে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অ্যাড. সায়েম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

Share.