বুধবার, জানুয়ারী ২২

সাইবার হামলার শিকার এয়ার ইন্ডিয়া, ৪৫ লাখ যাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস

0

ডেস্ক রিপোর্ট:  বড় ধরনের সাইবার হামলার শিকার হলো এয়ার ইন্ডিয়া। ভারতের রাষ্ট্রায়ত্ত এই উড়োজাহাজ সংস্থার ৪৫ লাখ যাত্রীর তথ্য ফাঁস হয়েছে। হাতিয়ে নেওয়া হয়েছে যাত্রীদের ক্রেডিট কার্ড ও পাসপোর্টের গুরুত্বপূর্ণ তথ্য, ফোন নম্বর‌সহ ব্যক্তিগত তথ্য। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘২০১১ সালের ২৬ আগস্ট থেকে চলতি বছরের ৩ ফেব্রুয়ারির মধ্যে সংস্থার কাছে যত তথ্য নথিভুক্ত হয়েছিল, তা সবই হাতানো হয়েছে। যাত্রীদের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, পাসপোর্ট, টিকেট এবং ক্রেডিট কার্ডের তথ্য চুরি গেছে।’ধারণা করা করা হচ্ছে, প্রায় ৪৫ লাখ যাত্রীর ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে। তবে এয়ার ইন্ডিয়ার বক্তব্য, তথ্য চুরি যাওয়ার পরও তাদের সিস্টেমে অস্বাভাবিক কিছু ঘটেনি। যা কিছুটা স্বস্তির বলেই মনে করছে সংস্থাটি।তবে, নিঃসন্দেহে এই ঘটনায় উড়োজাহাজের যাত্রীদের তথ্যের সুরক্ষা অনিশ্চিত হয়ে পড়ল। স্বাভাবিকভাবেই লাখ লাখ যাত্রীর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। যাদের তথ্য চুরি হয়েছে, তাদের মেসেজ করে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। সংস্থাটি আরও জানিয়েছে, তথ্য চুরি যাওয়ার পর যা যা পদক্ষেপ নেওয়া দরকার, তা নেওয়া হয়েছে। যাত্রীদেরও পাসওয়ার্ড বদলে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।সাইবার অপরাধীরা এয়ার ইন্ডিয়ার সার্ভারগুলো হ্যাক করে সংস্থাটির যাত্রী পরিষেবা ব্যবস্থায় ব্যবহৃত যাত্রীদের ক্রেডিট কার্ড, পাসপোর্টের গুরুত্বপূর্ণ তথ্য নিয়েছে। কাদের তথ্য চুরি হয়েছে, সেই সংক্রান্ত তথ্য এয়ার ইন্ডিয়া পেয়েছে গত ২৫ মার্চ থেকে ৫ এপ্রিলের মধ্যে।২০১১ সালের ২৬ আগস্ট থেকে শুরু করে চলতি বছরের ৩ ফেব্রয়ারি পর্যন্ত মোট ১১ বছরের তথ্য চুরির অভিযোগ উঠেছে। এই তথ্যগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো, যাত্রীদের নাম, জন্ম তারিখ, টিকোটের তথ্য, পাসপোর্টের তথ্য, ক্রেডিট কার্ডের তথ্য, স্টার অ্যালায়েন্স ও এয়ার ইন্ডিয়ার ঘন ঘন ফ্লাইটের তথ্য‌সহ বিশদ বিবরণ। তবে কোনো পাসওয়ার্ডের ডাটা প্রভাবিত হয়নি বলে দাবি করেছে এয়ার ইন্ডিয়া। আরও জানানো হয়েছে যে, এ ঘটনায় সারা বিশ্বের প্রায় ৪৫ লাখ মানুষের তথ্য ফাঁস হয়েছে। চলতি বছরে ফেব্রুয়ারিতে এই সাইবার হামলা হয়েছে। প্রভাবিত হয়েছে এয়ার ইন্ডিয়ার সার্ভিস সিস্টেম প্রোভাইডার সিটা, যেটি জেনেভায় অবস্থিত। সংস্থাটি জানিয়েছে যে, তারা ১৯ মার্চ তাদের ওয়েবসাইটে এ নিয়ে প্রাথমিক তথ্য দিয়েছিল।তবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের ক্রেডিট কার্ডের তথ্যের ক্ষেত্রে, সিভিভি বা সিভিসি নম্বরগুলো সংস্থার ডেটা প্রসেসরে রাখা হয় না। তা ছাড়া সার্ভারের সব পাসওয়ার্ড পাল্টে ফেলা হয়েছে। এ ছাড়া সার্ভারগুলো সুরক্ষিত করার পর আর কোনো অস্বাভাবিকত্ব লক্ষ করা যায়নি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। হ্যাক হওয়া সার্ভারগুলো সুরক্ষিত করা হয়েছে। তথ্য সুরক্ষার ব্যাপারে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। এ ছাড়া ক্রেডিট কার্ড দেওয়া ব্যাংকগুলোর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

Share.