বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

সাউথ এশিয়ান গেমসে আঘাত পেয়ে হাসপাতালে মারজান, ভালো আছেন বর্ণা

0

স্পোর্টস ডেস্ক: সাউথ এশিয়ান গেমসে কারাতে সোনা জয়ের একদিন পরেই গুরুতর চোটে পড়েছেন বাংলাদেশের মারজান আক্তার প্রিয়া। আজ বুধবার দলগত ইভেন্টে লড়াইয়ের সময় আঘাত পেয়েছেন এই অ্যাথলেট। চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। মেয়েদের কুমির দলগত ইভেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে ঘাড়ের পেছনে আঘাত পান মারজান। একই সময় আহত হন আরেক কারাতে খেলোয়াড় মুনজেরা বর্ণা। ম্যাটের ওপর কিছুক্ষণ বসে থেকে মারজান ম্যাচে ফেরার চেষ্টা করলেও উঠে দাঁড়াতে পারেননি। পরে গেমসের মেডিক্যাল বিভাগ তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে পাঠিয়ে দেন। কাঠমান্ডুর ব্লু ক্রস হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে মারজানের সিটি স্ক্যান করানো হয়েছে। এদিকে, বর্ণার আঘাত গুরুতর না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েই ছেড়ে দেওয়া হয়।

Share.