স্পোর্টস ডেস্ক: ১৯৮৭ সালে ইংল্যান্ডের মাটিতে সবশেষ টেস্ট সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর আর সিরিজ জিতে বাড়ী ফিরতে পারেনি ক্যারিবীয়রা। করোনার এই কঠিন সময়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছে জেসন হোল্ডাররা।তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টে লড়ছে দু’দল। স্বাগতিক হিসেবে ইংল্যান্ড এগিয়ে থাকার কথা থাকলেও সেই সুযোগটা দিলো কই সফরকারীরা? প্রথম দিন মাত্র ১৭ ওভার ব্যাটিং করেছিল ইংল্যান্ড। পরের দিন ব্যাট করতে নেমে ক্যারিবীয় দুই পেসারর সামনে পেরে উঠতে পারেনি বেন স্টোকসরা। ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার নেন ৬ উইকেট আর শ্যানন গ্যাব্রিয়েল নেন ৪টি। ২০৪ রানে অল-আউট হয়ে যায় ইংলিশরা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টেস্টে ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছে ক্যারিবীয়রা। ৩১৮ রান তুলে অল আউট হয়ে গেলেও শত রানের লিড পায়। স্টোকস নিয়েছিলেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ব্যাট করতে নেমে ভালোই করেছিল টপ-অর্ডাররা। জ্যাক ক্রোলির ৭৬, ডোম সিবলির ৫০, বেন স্টোকসের ৪৬ আর জো বার্নসের ৪২ রানে ভর করে ৩১৩ রান তোলে ইংলিশরা। তাতে ক্যারিবীয়দের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে বরাবর ২০০ রানের। এই ইনিংসে ৫ উইকেট নিয়েছেন আগের ইনিংসে ৪ উইকেট নেয়া শ্যানন গ্যাব্রিয়েল।
সাউদাম্পটন টেস্ট জিততে ক্যারিবীয়দের সহজ লক্ষ্য
0
Share.