সাকিবকে নিয়ে স্ত্রীর আবেগময় স্ট্যাটাস

0

স্পোর্টস ডেস্ক: গতকাল ২৪ মার্চ চৌত্রিশ বছরে পা দিয়েছেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। বিশেষ দিনে ক্রীড়াঙ্গন ও ভক্ত-সতীর্থদের শুভেচ্ছা বার্তায় ভেসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তাঁকে নিয়ে আবেগময় স্ট্যাটাস দিয়েছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, লড়াই চালিয়ে যেতে হবে সাকিবকে।এবারের জন্মদিনে পরিবারের সঙ্গে নেই সাকিব। যুক্তরাষ্ট্রে আছেন তাঁর স্ত্রী ও সন্তানেরা। সেখান থেকেই এক স্ট্যাটাসে শিশির লিখেছেন, ‘আমার কাছে সবচেয়ে শক্তিশালী মানুষ, আমার জীবনসঙ্গীকে জন্মদিনের শুভেচ্ছা। সাফল্যের মূল চাবিকাঠি ও বিজয়ী হতে জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে যত লড়াই করতে হোক না কেন, কোনো ব্যাপার নয়। আমি তোমাকে ভালোবাসি এবং সবসময় তোমার পাশে থাকব। একসঙ্গে আমরা শক্তিশালী। আলহামদুলিল্লাহ।’১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন সাকিব আল হাসান। মাগুরায় জন্ম নেওয়া ছোট্ট সাকিব দিনে দিনে হয়ে উঠেছেন বাংলাদেশের প্রাণ। যার শুরুটা ২০০৬ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাবে ওয়ানডে দিয়ে প্রথম বাংলাদেশের জার্সি গায়ে জড়ান সাকিব। ওই যে শুরু, আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সাকিবের অদম্য পথ চলছে দুর্দান্ত গতিতে। বর্তমানে তিন ফরম্যাটেই বাংলাদেশের প্রাণভোমরা তিনি। খেলে বেড়াচ্ছেন সারা বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে। সব মিলিয়ে দুর্দান্ত ক্রিকেটের পরিপূর্ণ প্যাকেজ বিশ্বসেরা অলরাউন্ডার।কালকের জন্মদিনটা একটু অন্যরকম কেটেছে সাকিবের। বোনের সঙ্গে জন্মদিনের কেক কেটে শুরুটা করেছেন তিনি। এরপর জন্মদিনের সকালে মিরপুর শেরেবাংলায় অনুশীলন করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

Share.