শুক্রবার, জানুয়ারী ২৪

সাকিবের নির্বাচনী প্রচারণা চালাতে মাগুরায় মাশরাফি বিন মর্তুজা

0

স্পোর্টস ডেস্ক: মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ক্রিকেটার সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণায় এবার যোগ দিলেন আরেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। তিনি নিজেও নড়াইল-২ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ নির্বাচন করতে যাচ্ছেন। তবে ভোট যখন দুয়ারে, তখন নিজের প্রচারণা বাদ দিয়ে মাগুরায় চলে এলেন মাশরাফি। সাকিব আল হাসানের হয়ে আগে থেকেই নির্বাচনী প্রচারণায় মাঠে ছিলেন একাধিক ক্রিকেটার। গতকাল সেখানে যোগ দেন সৌম্য সরকার, রনি তালুকদার, সাব্বির রহমানরাও। আর আজ মাশরাফি যোগ দিলেন সেখানে। আজ ছাদ খোলা গাড়িতে করে লিফলেট বিতরণ, হ্যান্ড মাইকে প্রচারণাসহ নানা গণসংযোগের মধ্য দিয়ে সাকিব আল হাসানের সঙ্গে নির্বাচনী মাঠ গরম করে রাখেন মাশরাফি-সৌম্যরা। এর আগে, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে সাদা রঙের একটি প্রাইভেটকারে জেলা পরিষদের রেস্ট হাউজে সাকিব আল হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন মাশরাফি বিন মুর্তজা।

Share.