সাকিবের পথে হাঁটলেন মিঠুন

0

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছিলেন সাকিব-লিটন। কিন্তু ভালোই খেলতে থাকা সাকিব আউট হয়ে যান ব্যক্তিগত ১৯ রানে। এবার তার পথে হাঁটলেন মোহাম্মদ মিঠুনও। ব্যর্থ হয়েছেন ইনিংস বড় করতে।মিঠুন ১৯ বলে ১৯ রান করে টেন্ডাই চাতারার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন।অফ স্ট্যাম্পের একটু বাইরের বল থার্ডম্যানে পাঠাতে গিয়ে খোঁচা মারতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। মিঠুনের ফিরে যাওয়ার পর বেশ বিপদেই পড়েছে বাংলাদেশ।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৬২ রান। উইকেটে অপরাজিত আছেন লিটন দাস। তার সংগ্রহ ১৬ রান। তাকে সঙ্গ দিচ্ছেন  মোসাদ্দেক।এর আগে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর।পারিবারিক কারণে মুশফিকুর রহিম ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন। তার জায়গায় একাদশে জায়গা পাওয়ার সুযোগ ছিল নুরুল হাসান সোহানের। কিন্তু প্রথম ওয়ানডেতে একাদশে সুযোগ পাননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।এ ছাড়া ইনজুরির কারণে দলে নেই পেসার মুস্তাফিজুর রহমানও। প্রস্তুতি ম্যাচে বোলিং করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছিলেন মুস্তাফিজ। যে কারণে সিরিজের প্রথম ওয়ানডের একাদশে জায়গা হয়নি তার।

Share.