শুক্রবার, ডিসেম্বর ২৭

সাকিব তার পুরনো ফর্ম নিয়ে ফিরে আসবেন, দেশকে জয়ী করবেন: ফখরুল

0

ঢাকা অফিস: সাকিব আল হাসানকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেওয়া দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি সত্যিই দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তার খেলা অনেক দেখেছি। তিনি তো অনেক ভালো খেলেন। আশা করি, সাকিব তার পুরনো ফর্ম নিয়ে ফিরে আসবেন, দেশকে জয়ী করবেন।’ বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় রাতে তিনি এসব কথা বলেন। আমি নিজেই ক্রিকেট খেলোয়াড় ছিলাম উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মেম্বারও ছিলাম। ক্রিকেটের প্রতি আমার প্রচণ্ড রকমের দুর্বলতা আছে। আমি যখনই সুযোগ পেয়েছি, মাঠে গিয়ে খেলা দেখি। স্টেডিয়ামে গিয়ে খেলা দেখি। সাকিবসহ সকলের খেলা দেখার সুযোগ হয়েছে। বিএনপির মহাসচিব স্মৃতিচারণ করে বলেন,‘অনেক আগে থেকেই আমি ক্রিকেট খেলা দেখি। ওয়েস্ট ইন্ডিজের রোহান কানাই,পাকিস্তানের হানিফ মোহাম্মদসহ সকলের খেলা দেখেছি। আজ বাংলাদেশ সময় দুপুরে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সাকিব আমাদের দেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। আমরা আশা করবো, এই ধরনের ঘটনা আর ঘটবে না। আশা করবো, ক্রিকেট অনুরাগী আমাদের আর এ ধরনের ব্যথা দেবেন না তারা।’ সাকিবের নিষেধাজ্ঞায় আজকে যারা ক্রিকেটকে ভালোবাসেন তারা ব্যথিত উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, তারা একবছর সাকিবের খেলা দেখতে পারবেন না।’ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতে বিভিন্ন ধরনের অনিয়ম আছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘যে জুয়াড়ুদের কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে আইসিসিরও সম্পর্ক থাকে। সাকিব একজন বিশ্বমানের অলরাউন্ডার। জানি না তার সঙ্গে এ ধরনের কোনও ঘটনা ঘটেছে কিনা।

Share.