সাগর থেকে ৩০ লাখ মিটার জব্দ কারেন্ট জাল ধ্বংস

0

বিনোদন ডেস্ক: কক্সবাজারের সাগরে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা এসব কারেন্ট জাল আজ শনিবার সকালে সৈকত পয়েন্টে ধ্বংস করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক স্বাক্ষরিত এক সংবাদ  বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোস্ট গার্ডের টহল জাহাজ ‘শ্যামল বাংলা’ বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় গত দুদিন অভিযান চালিয়ে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে। জেলেরা এসব কারেন্ট জাল দিয়ে সাগরে মাছ শিকার করছিল। সকালে সৈকত পয়েন্টে কক্সবাজার জেলা মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমিরুল হক আরও জানান,  কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, নিরাপত্তা দেওয়ার পাশাপাশি বনদস্যুতা, ডাকাত দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ নিধন রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Share.