বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ

0

ঢাকা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন। সিজিপিএ শর্ত শিথিল করে সর্বোচ্চ তিন কোর্স পর্যন্ত মানোন্নয়ন দিয়ে পরবর্তী বর্ষে চূড়ান্ত পরীক্ষায় বসার দাবিতে তাদের এই অবরোধ। রবিবার দুপুর থেকে সাত কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি শুরু করে। এসময় শিক্ষার্থীদের কয়েকজনকে প্রতীকী ‘কাফনের কাপড়’ পরে থাকতে দেখা যায়। দাবি আদায় না হলে ‘গণআত্মহত্যার’ হুমকিও দিচ্ছেন তারা। এসময় তাদের ‘শিক্ষা নিয়ে ব্যবসা, চলবে না, চলবে না’, শিক্ষা নিয়ে তালবাহানা, চলবে না, চলবে না’, ‘ঢাবি তোমার অন্যায়, মানি না, মানব না’, ‘ঢাবি তোমার প্রহসন, মানি না, মানব না’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভরত শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। এর আগে, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেত হয়ে তারা মিছিল নিয়ে তারা নীলক্ষেত মোড়ে আসে।

Share.