সাত সকালে সড়কে ঝড়ল ৬ প্রাণ

0
ঢাকা অফিস: সাত সকালে ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুর নামক স্থানে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারী ও শিশুসহ ছয় জন নিহত হয়েছেন। আজ বাংলাদেশ সময় সোমবার সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শাপুর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৪ জন রয়েছেন। তাদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। উপপরিদর্শক শাপুর আহমেদ বলেন, সুনামগঞ্জ থেকে যশোরগামী মামুন পরিবহনের বাস ও ফরিদপুরের বোয়ালমারী থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ছয় জন ঘটনাস্থলে নিহত হন। অপর একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Share.