বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

সাদেক হোসেন খোকার কুলখানি ১৫ নভেম্বর

0

ঢাকা অফিস: প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কুলখানি অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর। শনিবার সাদেক হোসেন খোকার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব সংলগ্ন মাঠে ওইদিন বাদ আসর কূলখানি অনুষ্ঠিত হবে। ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে মারা যান সাদেক হোসেন খোকা। ৮ নভেম্বর তাঁর মরদেহ দেশে আনা হয়। ৫ দফা জানাজা ও সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে তাঁর মরদেহ জুরাইন গোরস্থানে দাফন করা হয়।

Share.