শুক্রবার, ডিসেম্বর ২৭

সানী-মৌসুমীর ছেলে রদিন এহসান স্বাধীন দুই কোটি টাকা প্রতারণার শিকার

0

বিনোদন ডেস্ক: দুই কোটি টাকা প্রতারণার শিকার হয়েছেন তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন। ফেসবুকের এক স্ট্যাটাসে ফারদিন এ বিষয়টি সামনে আানেন। যা নিয়ে সরব হয়েছেন ওমর সানী নিজেও। ফারদিন এহসান স্বাধীন জানান, লাভের আশায় চলতি বছর সর্বমোট ২ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা নিশাত বিন জিয়া রুম্মানের হাতে তুলে দেন তিনি। এক মাস লাভ দেওয়ার পরই পাল্টে ফেলেন সেই ব্যক্তি। নানাভাবে ঘুরাতে থাকেন বলে জানান ফারদিন। বিষয়টি নিয়ে তিনি লেখেন, ‘৪০-৫০ কোটি টাকা আত্মসাৎ এবং অর্থ পাচার করেছেন নিশাত বিন জিয়া। আপনারা হয়তো এমটিএফই এবং এরকম আরও অনেক অ্যাপের মাধ্যমে প্রতারণার কথা শুনেছেন। তবে কোনও অ্যাপ নয়, আজকে একজন ভণ্ড প্রতারক এবং অর্থ পাচারকারীর বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। জানা যায়, ফারদিনের সঙ্গে নিশাত বিন জিয়া রুম্মানের পরিচয় ২০২২ সালে। তারপরই ব্যবসায়িক লেনদেনে জড়িয়েছেন তারা। ফারদিন ওমর সানী ও মৌসুমীর প্রথম সন্তান। তিনি ফিল্ম মেকিংয়েও পড়াশোনা করেছেন। এছাড়া রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন।

Share.