সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

0

ডেস্ক রিপোর্ট: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির দুই কোটি ৮৪ লাখ ৮৪ হাজার ৬৫৫টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ২০৪ কোটি ৫৯ লাখ ৬৬ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৬ টাকা ৫০ পয়সা।তালিকার দ্বিতীয় স্থানে থাকা রবি আজিয়াটা লিমিটেডের দুই কোটি চার লাখ ৭৪ হাজার ৬৪৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯০ কোটি ৯৫ লাখ ১৫ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৫ টাকা ৯০ পয়সা।তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টম্যান্ট কোম্পানি লিমিটেড দুই কোটি ৬২ লাখ ৮১ হাজার ৯৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৫ কোটি ৫৯ লাখ ১৬ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪ টাকা ৯০ পয়সা।লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এশিয়অ প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৫৫ কোটি ৬০ লাখ ৭৮ হাজার টাকা, সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৪৯ কোটি ৪১ লাখ ৮৩ হাজার টাকা, পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৪৮ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার টাকার, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের ৪৫ কোটি ২৯ লাখ ৭৯ হাজার টাকার, সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেডের ৪৫ কোটি দুই লাখ ১৮ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৪৪ কোটি ৩১ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৪৩ কোটি ৪৭ লাখ ১৩ হাজার টাকা।

Share.