বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: কলাপাড়ায় সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান ও তাঁর ভাই মুশফিকুর রহমানসহ ২৫ জনের নামে ৫০ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগে এনে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার ধূলাসার ইউনিয়নের পশ্চিম ধূলাসার গ্রামের বাসীন্দা মো. মাইনুদ্দিন দালাল বাদী হয়ে মহিপুর থানায় মঙ্গলবার এ মামলা দায়ের করেন। মামলায় আরও অজ্ঞাতনামা ৫০/৬০আসামি রয়েছে। মামলায় বলা হয়েছে, ২০২৪ সালের ২ ফেব্রয়ারি বাদীর প্রতিষ্ঠিত স্কুলসহ জমি সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর নামে লিখে না দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন। নইলে তাঁকে ৫০ লাখ টাকা চাঁদা দিতে বলে। দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর নির্দেশে অজ্ঞাতনামা আসামীসহ সকল আসামীরা বাদীর ৬ কক্ষ বিশিষ্ট ১০৫ ফুট লম্বা, ২১ ফুট প্রস্থ এবং ১০ ফুট উচ্চতার নির্মিত আধাপাকা টিন শেড বাড়ী ও চারদিকের বাউন্ডারী ওয়াল বেকু মেশিন, সাবল ও হাতুড়ী দিয়া ভেঙ্গে মুচড়ে গুড়িয়ে দেয়। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতিসাধন হয়। এছাড়া লোহার গেট ভেঙে আরও ২৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। এছাড়া একই জমিতে নির্মানাধীন ভবনের জন্য রাখা নির্মান উপকরন নিয়ে যায়। যার মূল্য অনুমান ৮ লক্ষ ৬০ হাজার টাকা। আসামীরা চাঁদার দাবীতে এমন লুটপাট চালায়। আসামীদের বাঁধা দিলে তারা লোহার রড দিয়া বাদীকে বেধড়ক পিটিয়ে খুন জখমের ভীতি প্রদর্শন করে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার হুমকী দেয়। আসামীরা প্রভাবশালী হওয়ায় বাদী এতদিন আইনের আশ্রয় নিতে পারেননি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
সাবেক প্রতিমন্ত্রী মহিববুর ও তার ভাইসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
0
Share.