বুধবার, ডিসেম্বর ২৫

সাবেক প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া আর নেই

0

ঢাকা অফিস: বাংলাদেশ আওয়ামী লীগের স্থায়ী ক‌মি‌টির সদস্য, রাজনীতিবিদ, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস‌্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. শাহজাহান মিয়া আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শনিবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও নাতি নাতনি রয়েছে। ঢাকার ন্যাম ভবনে আজ (শনিবার) বিকেল ৩টায় মরহুমের প্রথম নামাজে জানাজা ও আগামীকাল বেলা ১১টায় পটুয়াখালী শহরের শেখ রাসেল শিশুপার্ক সংলগ্ন ঝাউতলায় দ্বিতীয় জানাজা হবে। শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন আইনজীবী ও বরেণ্য রাজনীতিবিদ ছিলেন। পটুয়াখালী জেলা আইনজীবী স‌মি‌তির একাধিকবার সভাপ‌তি ছিলেন। এ ছাড়া ষাটের দশকে বিএম কলেজ থেকে ছাত্রাবস্থায় রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৬৭ সালে মহকুমা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, ১৯৬৯ সালে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য, আর পরবর্তী সময়ে দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। এরপর ১৯৭৩ সালে পটুয়াখালী পৌরসভার চেয়ারম‌্যান নির্বা‌চিত হয়ে‌ছিলেন। তিনি ১৯৯১ সাল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পটুয়াখালী-১ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। নবম জাতীয় সংসদে ২০০৮ সালে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সুনামের সহিত পালন করেন।

Share.