বুধবার, জানুয়ারী ২২

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ৪৫ জ‌নের নামে মামলা

0

ঢাকা অফিস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জ‌নের বিরু‌দ্ধে মামলা দায়ের করা হয়েছে। ব্র্যাক বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সমা‌নে গত ১৮ জুলাই দুলাল সরদারকে হত‌্যার ঘটনায় আজ বৃহস্পতিবার তার ভাই শ‌রিফুল ইসলাম মামলাটি করেন। মামলা আম‌লে নি‌য়ে বাড্ডা থানা‌কে হি‌সে‌বে গ্রহণের নি‌র্দেশ দি‌য়ে‌ছেন আদালত। পরে আদালতের নির্দেশে শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে করা বাড্ডা থানার হত্যা মামলাটি তদন্ত শেষে এজহার হিসেবে গ্রহণ করেছে থানা পুলিশ। মামলার অন‌্য আসামিদের মধ্যে রয়েছেন, ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ‌দি‌কে, শেখ হা‌সিনাসহ ৬১ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা ক‌রে‌ছেন ভুক্তভোগী আবুল কালাম।

Share.