ঢাকা অফিস: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন র্নিধারণ করেছেন আদালত।আজ বৃহস্পতিবার ঢাকার ৭ নম্বর বিশেষ জজ শহিদুল ইসলামের আদালতে যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার বাদী সাক্ষী মির্জা জাহিদুল আলমের পুনরায় সাক্ষ্য গ্রহণের আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক যুক্তিতর্ক থেকে সাক্ষ্যগ্রহণের জন্য পুনরায় দিন ধার্য করেন।এদিকে আজ শুনানির সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।এর আগে সাত কোটি পাঁচ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের হিসাব বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ১৩ জানুয়ারি দুদক বাবরের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে। এরপর দুদকের উপপরিচালক রূপক কুমার সাহা তদন্ত শেষ করে ওই বছরের ১৬ জুলাই অভিযোগপত্র দাখিল করেন।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৮ ফেব্রুয়ারি
0
Share.