বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

সাবেক হুইপ শহিদুল হককে আত্মসমর্পণের নির্দেশ

0

ঢাকা অফিস: জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামালকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দুর্নীতি দমন কমিশনের মামলায় তাকে অব্যাহতি দেওয়ার আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। আজ বুধবার দুদকের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। পরে তিনি জানান, দুস্থদের চাল আত্মসাতের এ মামলায় গত অক্টোবরে নিম্ন আদালত তাকে অব্যাহতি দেন। এ অব্যাহতির আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে আবেদন করে। এ আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেছেন। একইসঙ্গে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন। আত্মসমর্পণের পর জামিনের বিষয়টি বিবেচনাও করতে বলেছেন হাইকোর্ট। গরিবদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে বরিশালের বানরীপাড়ায় পৃথক ২০টি মামলা হয়। ২০০৯ সালে ২৫ জুন দুদকের সহকারী পরিচালক আব্দুর রহিম জমদ্দার বাদী হয়ে মামলা করেন। এ সব মামলায় পরে চার্জশিট দাখিল হয়। চার্জশিট গ্রহণের শুনানি শেষে ৩ অক্টোবর সৈয়দ শহিদুল হক জামালকে অব্যাহতি দেন বরিশালের বিভাগীয় স্পেশাল জজ আদালত।

Share.