শুক্রবার, জানুয়ারী ২৪

সাভারে পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

0

ঢাকা অফিস: বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার দাবিতে সাভারে গত রাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার সিংগাইর-হেমায়েতপুর সড়ক অবরোধ করে ‘রাকেফ এ্যাপারেলস ওয়াশিং এন্ড প্যাকেজিং ইন্ডাষ্ট্রিজ লিমিটেড’ কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। এ সময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় এবং কারখানার ভিতরেও ভাংচুর করে। পুলিশ এ ঘটনায় ঘটনাস্থল থেকে চার যুবককে আটক করেছে। শ্রমিকরা জানান, জানুয়ারি মাসের মাঝামাঝিতে চলে এলেও তারা এখন পর্যন্ত ডিসেম্বর মাসের বকেয়া বেতন-ভাতা পাননি। এরপর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পর্যন্ত বেতনের অপেক্ষা করেও শেষে তা না পেয়ে রাস্তায় নেমে আসেন শ্রমিকরা। বিক্ষোভের খবরে শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বোঝায় এবং রাস্তা থেকে সরিইয়ে দেয়। এর প্রায় দুই ঘণ্টা পর রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।

Share.