রবিবার, নভেম্বর ২৪

সাভারে বিএনপির শতাধীক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

0

ঢাকা অফিস: ঢাকার সাভারে বাস-রিক্সায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির প্রায় শতাধীক নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে শনিবার (২৯ জুলাই) আশুলিয়ায় থানায় বাস ও রিকশা পোড়ানোর ঘটনায় দুটি মামলা এবং একই দিন সাভার থানাধীন আমিনবাজারে ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। রবিবার (৩০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে মেসার্স শাহ আলম ফিলিং স্টেশনের সামনে ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কফিল উদ্দিনকে প্রধান আসামি করে বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. সালাউদ্দিন বাবু, বিএনপি নেতা খোরশেদ আলমসহ ৪৩ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। অন্যদিকে, শনিবার দুপুরে আশুলিয়ার নিরিবিলি এলাকায় বিকাশ পরিবহনের একটি চলন্ত বাস পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা ও আশুলিয়া বাজার এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা পোড়ানোর ঘটনা ঘটে। পরে রাতে বাস পোড়ানোর ঘটনায় ৩১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে বাসটির মালিক। এছাড়া অটোরিকশা পোড়ানোর ঘটনায় ১৯ জনকে আসামী করে পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার আসামিরা সবাই বিএনপি সমর্থিত লোকজন।

Share.