সাভারে যাত্রীবাহী বাসে ছিনতাই, ছুরিকাঘাতে ৩ জন আহত

0

বাংলাদেশ থেকে সাভার প্রতিনিধি:সাভারের পুলিশ টাউন এলাকায় দিনদুপুরে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় যাত্রীরা বাধা দিলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে চালকের সহকারীসহ তিনজন আহত হন।  শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ ঘটনা ঘটে।  ভুক্তভোগী যাত্রীদের বরাতে জানা গেছে, মানিকগঞ্জ থেকে গুলিস্তানগামী *শুভযাত্রা পরিবহন* নামের একটি বাস সাভারে যাত্রী তুলতে থামলে, দুইজন ছিনতাইকারী ধারালো ছুরি হাতে বাসে উঠে যাত্রীদের মোবাইল, মানিব্যাগ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।  এ সময় এক নারী যাত্রীর গলা থেকে চেইন ছিনিয়ে নেওয়ার পর তিনি চিৎকার করলে কয়েকজন যাত্রী ছিনতাইকারীদের প্রতিরোধের চেষ্টা করেন। এতে ছিনতাইকারীরা ছুরি দিয়ে চালকের সহকারীসহ তিনজনকে আঘাত করে দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায়।  বাসযাত্রী শহিদুল ইসলাম বলেন, “শুরুতে ভেবেছিলাম, হয়তো ভাড়া নিয়ে তর্ক হচ্ছে। কিন্তু যখন এক নারীর গলার চেইন ছিনিয়ে নেওয়া হলো, তখন সবাই বুঝতে পারে। আমরা বাধা দিতে গেলে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়।” সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share.