ডেস্ক রিপোর্ট: উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন সামরিক শক্তি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দেশটির সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কিম জং উন ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে বক্তৃতায় দেশের সুরক্ষা বাড়াতে সামরিক শক্তি বৃদ্ধির পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন। দ্রুত সামরিক শক্তি বাড়াতে বেশ কিছু পরিকল্পনাও ঘোষণা করেছেন তিনি।ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, প্রতি পাঁচ বছর অন্তর কংগ্রেস অনুষ্ঠিত হলেও চলতি বছর হঠাৎ কংগ্রেসের ঘোষণা দেন কিম। সেখানে সামরিক পোশাকে তাকে বক্তৃতা দিতে দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট শপথ নেয়ার আগে তাদের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন কিম।তবে সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনায় পরমাণু অস্ত্রের বিষয়টি আছে কি না সেটা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ট্রাম্প ক্ষমতায় আসার পরে কিমের সঙ্গে বৈঠক করেছিলেন। পরমাণু অস্ত্র নিয়েও তাদের মধ্যে কথা হয়েছিল। যদিও সেই আলোচনা খুব বেশি দূর গড়ায়নি। তবে ট্রাম্পের আমলে কিমও খুব বেশি পরমাণু অস্ত্রের কথা তোলেননি। নতুন প্রেসিডেন্ট আসার মুখে ফের সেই বিষয়টিকে কিম উসকে দিতে চাইছেন বলে কোনো কোনো মহল মনে করছে।এর আগে কংগ্রেসের সভার শুরুর দিন দুই দিন আগে দেশের অর্থনীতি নিয়ে আলোচনায় কিম তাদের অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়িত হয়নি বলে স্বীকার করেন। তবে আগামী দিনে সেই ভুল শুধরে নিয়ে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়েও দীর্ঘ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
সামরিক শক্তি আরও বাড়ানোর ঘোষণা কিমের
0
Share.