সামাজিক সংগঠন “আকজ” এর আয়োজনে মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে মানবন্ধন অনুষ্ঠিত

0

ঢাকা অফিস: গত ১১ এপ্রিল ২০২৫ইং, শুক্রবার, জাতীয় প্রেসক্লাবে সামাজিক সংগঠন আকজ এর আয়োজনে ইসরায়েলের দখলদার বাহিনীর নৃশংসতার প্রতিবাদে এবং ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের সমর্থনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক লায়ন নুরুজ্জামান হীরার সভাপতিত্বে মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর ও আলোচিত চিত্রনায়ক জনাব রাসেল মিয়া। এ সময় সামাজিক সংগঠন আকজের প্রধান সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মনিরুল ইসলাম মনির। প্রধান অতিথির বক্তব্যে চলচ্চিত্র অভিনেতা রাসেল মিয়া, ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের ভূমিকার তীব্র নিন্দা জানান। আকজ এর এই মানবিক আয়োজনের প্রশংসা করে রাসেল মিয়া বলেন, পৃথিবীর সকল মুসলমান রাষ্ট্র এক হলে ফিলিস্তিনের উপর ইজরাইলি বর্বরতার উচিত জবাব দেওয়া সম্ভব, তাই আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে বলেও জানান তিনি। প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মনিরুল ইসলাম মনির বলেন, ফিলিস্তিনে যে মানবিক সংকট তৈরী হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। ইসরায়েলের হানাদার বাহিনী ফিলিস্তিনে হামলা চালাচ্ছে, শিশুদের হত্যা করছে যার কারন বিশ্ব বিবেক আজ লাইভ সাপোর্টে। সভাপতির বক্তব্যে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক লায়ন নুরুজ্জামান হীরা বলেন, জাতিসংঘের মহাসচিব এই হামলা থামাতে না পারলে পদত্যাগ করুক। এসময় সারা পৃথিবীর মুসলমানদের এক হয়ে ইসরাইলি গণহত্যার নিন্দা জানান তিনি। মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা বাদল চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ঐক্য পরিষদের সন্মানিত মহাসচিব জনাব মোক্তার হোসেন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জনাব গাজী আক্তার, জনাব আরিফুল ইসলাম আরিফ, পলাশ , আলমগীর হোসেন, রাইট টক বাংলাদেশের সভাপতি আল আমিন এম তাওহীদ সহ অন্যান্যরা।

Share.