ঢাকা অফিস: সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সব হত্যা ও অন্যায়ের বিচার করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান। রাষ্ট্রপতির নির্দেশনা মোতাবেক দেশ শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে বলেও জানান তিনি। সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা না করে আমাদের সহযোগিতা করুন। আমরা সবকিছু ঠিকঠাকভাবে পরিচালনা করবো। সেনাপ্রধান বলেন, আমরা কিছুক্ষণ আগে সব দলের প্রধানদের সঙ্গে বৈঠক করেছি। সব শান্তি শৃঙ্খলামতো হবে। আপনারা আর কোনো সংঘাতে যাবেন না। আপনার সব ধরনের সংঘাত থেকে বিরত থাকুন। দেশের অনেক ক্ষতি হয়েছে। আমরা দেশে শান্তি ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর।
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সমস্ত হত্যা ও অন্যায়ের বিচার আমরা করবো: সেনাবাহিনী প্রধানA
0
Share.