বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষের মূল উৎপাটনই আওয়ামী লীগের শপথ: ওবায়দুল কাদের

0

ঢাকা অফিস: কাজী নজরুল ইসলামের মানবতাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষের মূল উৎপাটন করাই আওয়ামী লীগের আজকের দিনের শপথ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান।  ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক শক্তির জায়গায় হবে না। তাদের কোনো চক্রান্তও সফল হবে না। যারা স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক তাদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। তিনি আরো বলেন, স্বাধীনতার পরে থেকে এদেশের মানুষের সঙ্গে মিশে আছে আওয়ামী লীগ। দেশের সব উন্নয়ন ও অর্জন আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা।

Share.