বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

সাম্প্রদায়িক সম্প্রীতি সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে

0

ডেস্ক রিপোর্ট: ‘সাম্প্রদায়িক সম্প্রীতির শীর্ষে বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশন আয়োজিত এ সম্মেলন আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে লন্ডনে। রবিবার (৩ নভেম্বর) লন্ডনের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হজ ও ওমরাহ কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন তিনি। ওয়ার্ল্ড হজ ও ওমরাহ কনভেনশনে অংশ নিতে ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল এরই মধ্যে লন্ডনে পৌঁছেছেন। বৃটিশ হজ ও ওমরাহ কাউন্সিলের সহযোগিতায় এ কনভেনশনে বিভিন্ন দেশের সরকারি (হজ মিশনের) প্রতিনিধি এবং বেসরকারি হজ ও ওমরাহ এজেন্সিজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নিয়ে থাকেন। সভায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা আগের বছরের হজ ও ওমরাহ কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা বিনিময় এবং অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে পরিকল্পনা নিয়ে থাকেন।

Share.