শুক্রবার, ডিসেম্বর ২৭

সারার সঙ্গে থাকলে লজ্জা পান কার্তিক!

0

বিনোদন ডেস্ক: বলিউড নতুন হার্টথ্রব অভিনেত্রী সারা আলী খান ও কার্তিক আরিয়ান অভিনীত ‘লাভ আজ কাল’ ছবিটির রিমেকের ট্রেইলার প্রকাশ পেয়েছে। ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে সারার সঙ্গে রসায়ন নিয়ে মুখ খুললেন সারার ক্রাশ কার্তিক। বলিউড অভিনেতা ও সারার বাবা সাইফ আলী খানের সঙ্গে ‘কফি উইথ কারান’এ সারা জানিয়েছিলেন, তিনি কার্তিকের ওপর ক্রাশ খেয়েছেন। এবার কার্তিকও জানিয়েছেন, সেই অনুষ্ঠান দেখার পর নাকি কার্তিক নিজেও সারার ওপর ক্রাশ খেয়েছেন। এখন সারা ‘হ্যাঁ’ বা ‘না’ যেটাই বলুক, সারা তার হয়ে গেছে। সেই টিভি অনুষ্ঠানের পর বলিউড তারকা রণবীর সিং কার্তিকের সঙ্গে সারার পরিচয় করিয়ে দেন। এরপর থেকে তাদের দুজনকে বিভিন্ন কফিশপে, রেস্তোরাঁয়, ফ্যাশন শোসহ নানা অনুষ্ঠানে একসাথেই দেখা গেছে। কিন্তু প্রত্যেকবারই সারার সঙ্গে ক্যামেরাবন্দী হতে গিয়ে বেশ লজ্জা পেয়েছেন কার্তিক। সারার সঙ্গে থাকলে তার এমন লজ্জা পাওয়ার কারণ জানতে চাওয়া হলে কার্তিক বলেন, জাতীয় টেলিভিশন চ্যানেলে সারা যখন বলেছিল সারার তার ওপর ক্রাশ, তখন সে নিজেই তার ওপর ক্রাশ খেয়েছেন। সারা যা বলার সরাসরি টিভিতেই বলে ফেলেছেন।

Share.