বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

সারা বাংলাদেশে বাড়তে পারে তাপমাত্রা

0

ঢাকা অফিস: আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মোংলায়, ৫৮ মিলিমিটার। এসময়ে ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার আকাশ অনেকটাই রৌদ্রজ্জ্বল, আকাশে রয়েছে হালকা মেঘের আনাগোনা। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। গুজরাট এলাকায় অবস্থানরত অপর সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ আকারে উত্তর-পূর্ব আরব সাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে কোনো বৃষ্টি হয়নি। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে, ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সুস্পষ্ট লঘুচাপটি ভারতে চলে যাওয়ায় দেশের উপকূলীয় ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকায় বুধবার সন্ধ্যায় দেশের সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত নামিয়ে ফেলা হয়েছে।

Share.