সোমবার, ডিসেম্বর ২৩

সারা বিশ্বে এক দিনে করোনায় মারা গেছেন ১১ হাজারের বেশি মানুষ

0

ডেস্ক রিপোর্ট: করোনা মহামারিতে সারা বিশ্বে এক দিনে শনাক্ত বেড়েছে। তবে কমেছে মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১১ হাজারের বেশি মানুষ। এ সময়ে শনাক্ত হয়েছেন প্রায় সাড়ে ৩০ লাখ। করোনা পরিস্থিতির হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের শুক্রবার সকালের পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। পরিসংখ্যান বলছে, সারা বিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৩৮ কোটি ৮২ লাখ। মৃত্যু ছাড়িয়েছে ৫৭ লাখ ৩০ হাজার। তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় ব্রাজিলে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে । মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রের পর রয়েছে ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা, পোল্যান্ড ও মেক্সিকো। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১১ হাজার ২৫২ জন। যা আগের দিনের তুলনায় চার শতাধিক। এ সময়ে শনাক্ত হয়েছে ৩০ লাখ ৪৯ হাজার ৯০৭ জন। আগের দিনের চেয়ে প্রায় ৪০ হাজার বেড়েছে শনাক্ত। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Share.