রবিবার, নভেম্বর ২৪

সার্বিয়ায় আবারও গুলিতে নিহত-৮

0

ডেস্ক রিপোর্ট: সার্বিয়ায় কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো গুলির ঘটনায় বেশ কয়েকজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। বন্দুকধারী বেলগ্রেড থেকে ৬০ কিলোমিটার (৩৭ মাইল) দক্ষিণে একটি গ্রামের কাছে একটি চলন্ত গাড়ি থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায় বলে জানা গেছে। বিবিসি। অসমর্থিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধী এখনও পলাতক রয়েছে। এই সপ্তাহের শুরুর দিকে সার্বিয়ায় বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ গুলির ঘটনায় বেলগ্রেডের একটি স্কুলে এক কিশোর আট শিক্ষার্থীকে হত্যা করে। শুক্রবার সকালে সার্বিয়ান মিডিয়া জানিয়েছে, বিশেষ পুলিশ বাহিনী ম্লাদেনোভাক এবং দুবোনা গ্রামে পৌঁছেছে, যেখানে সর্বশেষ গণহত্যার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, পুলিশ অফিসাররা চেকপয়েন্টে গাড়ি থামিয়ে বন্দুকধারীকে খুঁজে বের করার চেষ্টা করছেন। একটি হেলিকপ্টার, ড্রোন এবং একাধিক পুলিশ টহলও দুবোনার আশপাশের এলাকায় সন্দেহভাজন ব্যক্তির সন্ধান করে। স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দুবোনার একটি পার্কে একজন পুলিশ অফিসারের সঙ্গে তর্ক করার পর ২০ বছর বয়সী এক ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে লোকজনের ওপর গুলি চালাতে শুরু করেন। লোকটি তখন একটি গাড়ি থেকে গুলি করার জন্য অগ্রসর হয়েছিল বলে জানা গেছে। এতে কমপক্ষে আটজন নিহত এবং আরও অনেককে আহত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ড্যানিকা গ্রুজিসিচ এবং নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান আলেকজান্ডার ভুলিন শুক্রবার ভোরে এলাকায় ভ্রমণ করেছেন বলে জানা গেছে। বুধবার এক ১৩ বছর বয়সী বালক বেলগ্রেডে তার স্কুলে আটজন সহপাঠী এবং একজন নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করেছে। এটি সার্বিয়ান সরকারকে বন্দুকের মালিকানার কঠোর বিধিনিষেধের প্রস্তাব করতে উৎসাহিত করেছিল। সার্বিয়ায় ব্যাপক গুলি চালানোর ঘটনা তুলনামূলকভাবে বিরল, যেখানে খুব কঠোর বন্দুক আইন রয়েছে। তবে দেশটিতে বন্দুকের মালিকানা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি।

Share.