বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

সার্বিয়ান অভিনেত্রীর সঙ্গে বাগদান সারলেন হার্দিক

0

ডেস্ক রিপোর্ট: ইনস্টাগ্রামেই খবর প্রকাশ পেয়েছিল প্রেম করছেন তিনি। আবার সেই ইনস্টাগ্রামেই জানা গেল বাগদানও সেরে ফেলেছেন। বিয়ে করতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় হার্দিক পান্ডিয়া। পাত্রী সার্বিয়ান অভিনেত্রী নাতাশা স্ট্যাংকোভিচ। গতকাল বুধবার ইনস্টাগ্রামে নাতাশাকে নিয়ে ছবি শেয়ার করে বাগদানের খবর ঘোষণা করেছেন হার্দিক। নাতাশা তার আঙুলে ‘এনগেজমেন্ট রিং’ দেখিয়ে ছবি পোস্ট করেছেন। হিন্দি ছবির গানের লাইন তুলে দিয়ে হার্দিক লিখেছেন, ‘ম্যায় তেরা, তু মেরি জানে সারা হিন্দুস্তান’। টিম ইন্ডিয়ার সতীর্থরাও শুভেচ্ছা জানিয়েছেন হার্দিককে। সেই তালিকায় রয়েছেন বিরাট কোহলিও। মাঠের ভিতরে কিংবা বাইরে, খবরের শিরোনাম হতে সময় লাগে না ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার। তবে এই অলরাউন্ডার খেলার সময় চোটের কারণে বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন। যদিও খুব শীঘ্রই মাঠে ফিরবেন তিনি। তবে এরই মধ্যে নতুন করে শিরোনাম কেড়েছেন ব্যক্তিগত জীবনের জন্য। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল হার্দিক পান্ডিয়া প্রেম করছেন। তার মন নাকি মজেছে বলিউডের কোনও এক সুন্দরীর প্রেমে। শেষ পর্যন্ত ২০১৯ থেকে ২০২০ সালে পা রাখার দিন নিজের গোপন প্রেমের কথা জানালেন তিনি। বলিউডের জনপ্রিয় ড্যান্সার হিসেবেই পরিচিতি রয়েছে নাতাশা স্ট্যানকোভিচের। তার সঙ্গেই প্রেম করছেন হার্দিক।

Share.