বুধবার, জানুয়ারী ২২

সালমানের বজরঙ্গি ভাইজানের সেই মুন্নির নাচ ভাইরাল

0

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খানের ব্লকবাস্টার সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’-এর সেই মুন্নি ওরফে হর্ষালি মালহোত্রা এখন নেটমাধ্যম কাঁপাচ্ছে।ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, গতকাল মুক্তিপ্রাপ্ত সালমানের ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর ‘সিতি মার’ গানে নেচে অন্তর্জালে ঝড় তুলেছে হর্ষালি। তার নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ভিউ হয়েছে।২০১৫ সালে মুক্তি পাওয়া কবির খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় হর্ষালির। নিষ্পাপ ও আদুরে চেহারা আর অভিনয় দিয়ে অসংখ্য দর্শকের মন জয় করে নেয় হর্ষালি। সালমান খানের সঙ্গে তার বন্ধন এখনও দৃঢ়। হর্ষালির বয়স এখন ১২ বছর। ইনস্টাগ্রামে তার অনুসরণকারী প্রায় সাত লাখ।করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা ভারত। সিনেমা ও টিভি শোর শুটিং স্থগিত রয়েছে। এসবের মধ্যেই গতকাল মুক্তি পেয়েছে সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। করোনার কারণে খুব বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি সিনেমাটি। তবে ৪০টির বেশি দেশে ডিজিটাল মাধ্যমে দেখা যাচ্ছে এ সিনেমা।প্রভু দেবা পরিচালিত ‘রাধে’ এ বছরের সবচেয়ে আলোচিত সিনেমা। এই সুপারস্টারকে সবশেষ ২০১৯ সালে ‘দাবাং থ্রি’ সিনেমায় দেখা গিয়েছিল। ‘রাধে’ সিনেমায় সালমান খানের নায়িকা দিশা পাটানি। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রণদীপ হুদা ও জ্যাকি শ্রফকে।

Share.