বিনোদন ডেস্ক: বলিউড ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খান। সন্ত্রাসীদের কাছ থেকে বারবার প্রাণনাশের হুমকি পেয়ে আসছিলেন এই অভিনেতা। এখন বাড়তি নিরাপত্তা নিয়েই চলতে হয় তাকে। ২০২৪ সালটা নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে কেটেছে সালমান খানের। গত এপ্রিলে তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চলা থেকে বাবা সিদ্দিকির হত্যা, একের পর এক হুমকির শিকার হয়েছেন ভাইজান। শুধু তিনি একা নন, তাঁর পরিবার এবং ভক্তরাও হতবাক হয়েছেন নানা ঘটনায়। নিজের বাড়ির বারান্দায় পর্যন্ত আসতে পারেন না অভিনেতা। তাই এবার তাঁর বাড়ি বুলেটপ্রুফ করার নতুন উদ্যোগ। ভক্তদের আশা এবার ঈদে সেখানেই একঝলক দেখা যাবে অভিনেতাকে। সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে বেশ কিছুদিন ধরেই কাজ চলছে। সূত্রের খবর, অভিনেতার বাড়ির বারান্দায় বুলেটপ্রুফ গ্লাস বসানো হয়েছে। এমনকী, তাঁর বারান্দা পুরোপুরি ঢেকে রাখা হয়েছে। যার ফলে বুলেটটি এর মধ্য দিয়ে ভেদ করে যেতে পারবে না। এবং তিনি একেবারে রিল্যাক্স মোডে বিশেষ অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে দেখা করতেও পারবেন। সেলিম খান কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ২০২৪ সালের এপ্রিলে তাঁদের বাড়িতে গুলি চালানোর ঘটনা এবং হুমকির পরে, মুম্বাই পুলিশ সতর্কতা হিসাবে অভিনেতাকে ব্যালকনি এবং রাস্তার দিকে জানালায় যেতে নিষেধ করেছিলেন। পরিবারের সদস্যদের জন্যও ছিল এই নিয়ম। তাই এ বার অভিনেতা বাড়িটিকে বুলেটপ্রুফ করাচ্ছেন বলে মনে করা হচ্ছে। এদিকে সালমান খান তাঁর আসন্ন ছবি ‘সিকান্দার’-এর শুটিংয়ে ব্যস্ত। ঈদ উপলক্ষে মুক্তি পাবে। যেখানে তাঁকে দেখা যাবে রাশমিকা মন্দানার সঙ্গে। ‘বিগ বস ১৮’ সঞ্চালনার দায়িত্বও তাঁর। তিনি মহারাষ্ট্র সরকারের কাছ থেকে Y+ নিরাপত্তাও পেয়েছেন।
সালমান খানের নিরাপত্তায় বাড়তি সতর্কতা, বুলেটপ্রুফ করা হচ্ছে বাড়ি
0
Share.