বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

সালমান খান কেড়ে নিলেন ভক্তের মোবাইল

0

বিনোদন ডেস্ক:  বলিউড তারকাদের মেজাজ নিয়ে নানা ছবি ও তথ্য প্রায়ই প্রকাশ্যে আসে। তাদের মধ্যে সালমান খানের নাম সবার ওপর। সম্প্রতি মেজাজ হারিয়ে আবারও সমালোচনায় পড়লেন এই বলিউড তারকা। সোশ্যাল মিডিয়ায় সালমান খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এক ভক্ত সেলফি তুলতে চাইলে তার হাতে থাকা মোবাইল ফোনটি কেড়ে নেন সালমান খান। ফোনটি নিয়েই হাঁটা শুরু করেন। পরে সালমানের সাথে থাকা অন্য একজন ওই ভক্তকে সেখান থেকে সরিয়ে দেন। গোয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ধারণ করা ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আহরাজ মোল্লা নামের এক টুইটার ইউজার। ভিডিও শেয়ার করার পাশাপাশি ক্যাপশনে তিনি লিখেন, ‘গোয়া আন্তর্জাতিক বিমানবন্দরে দেখলাম এক ভক্ত সেলফি তুলতে চাইলে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেন তিনি (সালমান)। আমজনতা স্টারের কাছে এমন আচরণ আশা করে না।’

Share.