সালমান রুশদি হারাতে পারেন এক চোখ

0

ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদিকে অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে (কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস নেওয়ার প্রক্রিয়া) রাখা হয়েছে। বর্তমানে তিনি কথা বলতে পারছেন না। এছাড়া, তিনি একটি চোখ হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। অ্যান্ডু ওয়াইলি নামে সালমান রুশদির এক কর্মকর্তার এ তথ্য জানান। গতকাল শুক্রবার নিউইয়র্কের শিটোকোয়া ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে কথা বলছিলেন তিনি। সেসময় এক হামলাকারী মঞ্চে উঠে সালমান রুশদি ও তার সাক্ষাৎকার গ্রহণকারীর ওপর হামলা চালান। হামলাকারী ছুরি দিয়ে সালমান রুশদির ঘাড়ে বেশ কয়েকটি আঘাত করে। পরে পুলিশ ২৪ বছর বয়সী ওই হামলাকারীকে আটক করে। ১৯৪৭ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সালমান রুশদি। ভারতীয় বংশোদ্ভূত বুকার পুরস্কারজয়ী ৭৫ বছর বয়সী লেখক রুশদি ১৯৮১ সালে তার লেখা বই ‘মিডনাইটস চিলড্রেন’ দিয়ে খ্যাতি অর্জন করেন। কিন্তু ১৯৮৮ সালে তার চতুর্থ বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটি প্রকাশের পর থেকে সালমান রুশদি হত্যার হুমকি পেয়ে আসছিলেন। বইটি প্রকাশের এক বছর পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনি সালমান রুশদির মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেন। সেই সঙ্গে তার মাথার দাম হিসেবে ৩ মিলিয়ন (৩০ লাখ) ডলার পুরস্কার ঘোষণা করেন। এ কারণে ৯ বছর লুকিয়ে ছিলেন তিনি।

Share.