সোমবার, ডিসেম্বর ৩০

সাশ্রয়ী দামে দুই মডেলের পাতলা ল্যাপটপ আনল ইনফিনিক্স

0

ডেস্ক রিপোর্ট: নতুন দুই মডেলের হালকা-পাতলা ল্যাপটপ আনল ইনফিনিক্স। এগুলো হলো ইনফিনিক্স ইনবুক এক্স১ এবং ইনবুক এক্স ১ প্রো। উভয় মডেলে রয়েছে লেটেস্ট উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম। সাশ্রয়ী দামে এই ল্যাপটপ পাওয়া যাবে। উন্নত ও আধুনিক ফিচার যুক্ত এই ল্যাপটপ পাওয়া যাবে আকর্ষণীয় ডিজাইনে। কোম্পানির নতুন দুটি ল্যাপটপ হালকা ওজনের মেটাল বডি এবং অ্যালুমিনিয়াম ফিনিশ দ্বারা তৈরি। নতুন ল্যাপটপ পাওয়া যাবে তিনটি আকর্ষণীয় কালারে- লাল, নীল এবং স্লেট গ্রে। এগুলোর দাম ৪০ হাজার টাকার মধ্যে।

Share.