ডেস্ক রিপোর্ট: এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার জিতে নিয়েছেন মার্কিন কবি ও প্রাবন্ধিক লুইস এলিজাবেথ গ্লিক। সুইডেনের স্টকহোমে স্থানীয় সময় দুপুর একটায় সাহিত্যে নোবেল বিজয়ী হিসেবে লুইসের নাম ঘোষণা করে দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমির একটি প্যানেল। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় নোবেল কমিটি।এর আগে গতকাল বুধবার রসায়নে নোবেল জিতে নেন যৌথভাবে ফরাসি বিজ্ঞানী এমানুয়েল চার্পেনিয়ার এবং মার্কিন বিজ্ঞানী জেনিফার এ. দৌদনা। জিনোম গবেষণায় নতুন পদ্ধতি আবিষ্কার করে এ স্বীকৃতি পান তাঁরা।গত মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়। পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর তিনজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তাঁরা হলেন—রবার্ট পেনরোজ, রেইনহার্ড গেনজেল এবং আন্দ্রেয়া গেজ। এর মধ্যে রজার পেনরোজ পেয়েছেন পুরস্কারটির অর্ধেক এবং বাকি দুজন পেয়েছেন বাকি অর্ধেকের অর্ধেক করে। ছায়াপথ (গ্যালাক্সি) এবং কৃষ্ণগহ্বর (ব্ল্যাকহোল) গবেষণায় ভূমিকা রাখেন তাঁরা। গত সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয় তিন বিজ্ঞানীকে। হেপাটাইটিস-সি ভাইরাস আবিষ্কার করে অসামান্য ভূমিকার জন্য যৌথভাবে নোবেল জিতে নেন মার্কিন বিজ্ঞানী হার্ভে জে অল্টার, চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হিউটন।আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) বহুল কাঙ্ক্ষিত শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
সাহিত্যে নোবেল পেলেন মার্কিন কবি লুইস গ্লিক
0
Share.