মঙ্গলবার, ডিসেম্বর ২৪

সিংহাসন আরও পোক্ত করলেন সাকিব

0

স্পোর্টস ডেস্ক: আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছিল বাংলাদেশ। সিরিজ চলাকালেই হারানো সিংহাসন ফিরে পেয়েছিলেন সাকিব আল হাসান। আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে পেছনে ফেলে দখল করে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের এক নম্বরে উঠে আসেন তিনি। এবার রেটিং পয়েন্ট আরও বাড়িয়ে নিয়েছেন সাকিব।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সংক্ষিপ্ত ফরম্যাটের র‌্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সব শেষ তথ্য অনুযায়ী শীর্ষে থাকা সাকিব আল হাসনের রেটিং পয়েন্ট ২৯১।দ্বিতীয় স্থানে থাকা আফগান তারকার পয়েন্ট ২৮৫। তৃতীয় স্থানে আছেন রিচার্ড বেরিংটন। স্কটিশ এই পেস অলরাউন্ডারের পয়েন্ট ১৯৪।এদিকে ওমানের খাওয়ার আলী চতুর্থ, কেনিয়ার কলিনস ওবুয়া পঞ্চম ও সংযুক্ত আরব আমিরাতের রোহান মুস্তাফা রয়েছে ষষ্ট স্থানে। যথাক্রমে তাদের রেটিং পয়েন্ট হচ্ছে ১৫৯, ১৫৩ ও ১৫২।

Share.