বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

সিংড়ায় পুলিশ, বিএনপি, আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, আটক-৩

0

বাংলাদেশ থেকে নাটোর প্রতিনিধি:  নাটোরের সিংড়ায় পুলিশ, বিএনপি ও আওয়ামীলীগের ত্রিমুখী ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় সিংড়া ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব দাউদার মাহমুদ (৪৩), সিংড়ার মৌগ্রাম গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে জার্জিস কাদির(৬২), এলিম সরকারের ছেলে আসাদ আলী(২৫)। খবর পেয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও প্রত্যক্ষর্দর্শীরা জানান, সকালে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি নেতা দাউদার মাহমুদের নের্তৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচী পালন করছিল বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ সদস্যরা দাউদার মাহমুদের মালিকানাধীন সিংড়া ফিলিং স্টেশন এলাকায় পৌছালে বিএনপি নেতাকর্মীরা পুলিশের গাড়ি লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ভাংচুর করে বিএনপির নেতাকর্মীরা। এতে পুলিশের ১ জন সদস্য আহন হন। এরপরেই আওয়ামী লীগ সমর্থকরা দাউদার মাহমুদের মালিকানাধীন সিংড়া ফিলিং ষ্টেশন ও একটি মিনি বাস এবং ৫টি মোটরসাইকেল ভাংচুর করে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ বিএনপি নেতাসহ তিনজনকে আটক করে। নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, নাশকতা ঘটতে পারে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় বিএনপি নেতাকর্র্র্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে। এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share.