ঢাকা অফিস: ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে। আজ রোববার সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বিকেলে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আজ সকাল থেকে উত্তেজনা চলছিল। তবে কী নিয়ে এই উত্তেজনা তা জানা যায়নি। উত্তেজনার জের ধরে দুই পক্ষের মধ্যে ইট–পাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিকেল ৪ টার পর এটি সংঘর্ষে রূপ নেয়। বিকেল ৫ টা ৪০ মিনিটে এই প্রতিবেদন লেখার সময় সিটি কলেজের মূল ফটকের সামনে ইট–পাটকেল নিক্ষেপ করা হচ্ছিল। সিটি কলেজের মূল ফটক ভাঙার চেষ্টা করে কেউ কেউ। এর আগে বিকেল সাড়ে ৫ টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীদের লাঠিসোঁটা নিয়ে অবস্থান করতে দেখা যায়। হঠাৎ করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিলে কলেজের ভেতরে ঢুকে মূল ফটক বন্ধ করে দেয়। (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-সংঘর্ষ
0
Share.