শুক্রবার, ডিসেম্বর ২৭

সিডনির দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ আগুন

0

ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রায় ১০০টি জায়গা আগুনে পুড়েই চলেছে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক অবস্থায় রয়েছে উত্তর সিডনি ও আশপাশের এলাকা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই আগুন আরও তীব্র আকার ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ চালিয়ে যাচ্ছে দুই হাজারেরও বেশি দমকলকর্মী। সিডনির দক্ষিণাঞ্চলে দাবানলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকায় দমকলকর্মীরা প্রাণ বাঁচাতে ছুটে পালাতে শুরু করেন। দাবানলের কারণে সপ্তাহ জুড়েই সিডনির আকাশ ভারি ধোঁয়ার আবরণে ঢেকে আছে। গত অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়া আগুনে এখন পর্যন্ত ৬ জন নিহত হয়েছে ও ৭০০ এরও বেশি ঘরবাড়ি পুড়ে চাই হয়ে গেছে।

Share.