সোমবার, ডিসেম্বর ২৩

সিদ্দিক বাজার এলাকার একটি বাসার ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

0

ঢাকা অফিস: রাজধানীর বংশাল সিদ্দিকবাজার এলাকার একটি সপ্তম তলার ভবনের ছাদ থেকে পড়ে মোঃ রিফাত হাসান (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মার্চ) বিকেলের দিকে এই ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল চারটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের মা কুলসুম বেগম জানান,বিকেলে ছাদে খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় রিফাত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি রাজবাড়ী সদর জেলার ব্রাহ্মণদিয়া গ্রামের আবুল হাসনাতের সন্তান।বর্তমান,বংশালের সিদ্দিকবাজার ৮২/বি নম্বর নিজ ফ্লাটে থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Share.