সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে ভয়াবহ অগ্নিকাণ্ড

0

ঢাকা অফিস: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইপিজেডে একটি নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে পাইলিংয়ের কাজ চলার সময় গ্যাস লাইন ফেটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আজ শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট। ইপিজেডের ভেতরে গ্যাসের পাইপলাইন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস। এদিকে দুপুর ১২ টা পর্যন্ত আগুনের তীব্রতা ও গ্যাসের সরবরাহ চলমান থাকায় কাছে যেতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। ১২ টার দিকে গ্যাস লাইনের গ্যাস সরবরাহ কমিয়ে ধীরে ধীরে বন্ধ করা হচ্ছে। গ্যাস সরবরাহ কমিয়ে আগুন নেভানোর কাজে গতি এনেছে ফায়ার সার্ভিস। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন কোনো ফ্যাক্টরিতে নয় গ্যাস লাইন ফেটে লেগেছে। এটি একটি নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্ট। হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

Share.