ঢাকা অফিস: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাগপারা এলাকার একটি টিনসেট বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে ঘটনা দগ্ধ মোছাঃ জান্নাতি আক্তার(১৮)নামে আরো ১জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দুইজনে। গত (২৪ জানুয়ারি)রাতে দিকে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের বাগপাড়া এলাকার একটি টিনশেডের বাসায় মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে এতে আগুনের ঘটনায় একই পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধ হন পরে তাদের উদ্ধার করে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মঙ্গলবার (৩০ জানুয়ারি)সকাল সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসিইউ) জান্নাতির মৃত্যু হয়। এর আগে একই ঘটনায় সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রহিমা বেগম মৃত্যু হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেরআবাসিক চিকিৎসক ডা.মোঃ তরিকুল ইসলাম জানান,মঙ্গলবার ভোরের দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় জান্নাতির মৃত্যু হয়। জান্নাতির ১৫ শতাংশ দগ্ধ ছিল,একই পরিবারের দগ্ধদের ঘটনায় সোমবার (১৯ জানুয়ারি) বড় বোন রাহিমা চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ ছিল।এই ঘটনায় আরো চার জন চিকিৎসাধীন রয়েছে। তারা হলেন,সুখী আক্তার (৩৩),সাদিয়া (১০), মোঃ আরিফ হাওলাদার (২১),ও ঋতু আক্তার (১৩)।নিহত জান্নাতির গ্রামের বাড়ি, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার দক্ষিণ চরখালি গ্রামে মোঃ মোতালেব মিয়ার মেয়ে।
সিদ্ধিরগঞ্জে বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে ঘটনায় আরো ১জনের মৃত্যু
0
Share.